Biography

রবীন্দ্রগবেষক প্রশান্তকুমার পালের জন্ম ১৮ মে ১৯৩৮, কলকাতায়। পিতা মদনমোহন পাল ও মা বীণাপাণি দেবী। স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বাংলাভাষা ও সাহিত্য বিষয়ে পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সুবিনয় রায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত এবং বহুরূপীতে কিছুকাল অভিনয়ে পাঠ নিয়েছিলেন। ১৯৬১ সালে আনন্দমোহন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। অশোককুমার স্মৃতি-বৃত্তির প্রথম প্রাপকরূপে ১৯৮৫ সাল থেকে তিন বছর শান্তিনিকেতনে রবীন্দ্রভবনে গবেষণা করেন। ১৯৯৩ সালে বিশ্বভারতীর রবীন্দ্রভবনে অধ্যাপক পদে যোগ দিয়ে ১৯৯৮ সালে অবসর নেন।

রবিজীবনীর প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯৮২ সালে, ভূর্জপত্র প্রকাশনা থেকে। পরবর্তীকালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত রবিজীবনীর প্রথম থেকে নবম খন্ডে আলোচিত হয়েছে রবীন্দ্র-জীবনের পঁয়ষট্টি বছর [১৮৬১-১৯২৬ খ্রি.]। রবিজীবনী ছাড়াও প্রশান্তকুমার পালের আরও কিছু উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ রয়েছে। রবীন্দ্র গবেষণায় কৃতিত্বের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ তিনি আরও বিশিষ্ট সম্মান লাভ করেছেন।

২০০৭ সালের ২৬ নভেম্বর ঊনসত্তর বছর বয়সে গবেষণা কাজ অসম্পূর্ণ রেখে তিনি প্রয়াত হন।